দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা বিএনপি মহাসচিবের

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
বিদ্যুত সংকটে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ শঙ্কার কথা জানান তিনি। বিদ্যুতের লোডশেডিংয়ের মাধ্যমে দেশ ক্রমাগত শ্রীলংকার দিকে যাচ্ছে বলেও শঙ্কার কথা জানান মির্জা ফখরুল। আইএমএফ-এর জরিপ তুলে ধরে ৭টি দেশ শ্রীলঙ্কার মতো অবস্থার দিকে যাচ্ছে, জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিদ্যুত সংকটের মাধ্যমে বাংলাদেশও সে পথেই হাটছে। তিনি আরো বলেন, সরকারের দুর্নীতির কারণে সব ক্ষেত্রে সংকট তৈরী হচ্ছে। মেগা প্রকল্পের নামে বরাদ্দের বড় অংশ লুটপাত করছে বলেও দাবি করেন তিনি। নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ নিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন দেশের জনগনকে বোকা মনে করছে।