দেশে ৫ম বারের মত পালিত হচ্ছে জাতীয় গ্রন্থাগার দিবস

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
৫ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠেয় জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে দুপুরে ঢাকার গণগ্রন্থাগার অধিদফতরে সংবাদ সম্মেলন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।
দেশে ৫ম বারের মত পালিত হচ্ছে জাতীয় গ্রন্থাগার দিবস। অনুষ্ঠানে সংস্কৃতি সচিব মোহাম্মদ আবুল মনসুর বলেন, পাঠোভ্যাস বৃদ্ধি ও মননশীল সমাজ গঠনে বই পড়ার গুরুত্ব অপরিসীম। সচেতনতা বাড়াতে লাইব্রেরির ভূমিকাকে জনগণের কাছে তুলে ধরতে হবে। মানবিক সমাজ গড়ে তুলতে এগিয়ে আসতে হবে সবাইকে। উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জ্ঞানমনস্ক, সংস্কৃতিমনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে গ্রন্থাগারের বিকল্প কিছু হতে পারে না বলেও জানান তিনি।