দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন হচ্ছে: কে এম নূরুল হুদা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫১:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন হচ্ছে। নির্বাচনে ৬০ শতাংশের ওপর মানুষ ভোট দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
দুপুরে যশোরের কেশবপুরে পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকশেষে তিনি একথা বলেন। এসময় নির্বাচন কমিশনার আরো বলেন, প্রতিযোগিতামূলক নির্বাচন হলে মানুষের মধ্যে সহনশীলতার অভাব দেখা দেয়। সিইসি আরো বলেন, আদালতের একাধিক আদেশের কারণে ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভার নির্বাচন করা সম্ভব হবে না। কেশবপুর পৌর নির্বাচনকে সামনে রেখে এর আগে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।