দেশে প্রথম আন্তর্জাতিক বিউটি মিটআপ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ১৫৭১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক বিউটি মিটআপ। সম্প্রতি ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয় বিউটি প্রফেশনাল ও বিউটি সেক্টর ব্যবসায়ীদের বৃহৎ এই মিটআপ। মিটআপটি বিউটি পণ্য ব্যবসায়ী, পার্লার ও সেলুন ব্যবসায়ী, নারী উদ্যোক্তাদের বৃহত্তম মিলন মেলায় পরিনত হয়।
দেশের বিউটি সেক্টরকে এগিয়ে নিতে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য মিটআপে সেমিনার, এক্সপেরিয়েন্স শেয়ারিং জোন এর ব্যবস্থা ছিলো। মিটআপে সম্মাননা জানানো হয় বিউটি প্রফেশনাল ও বিউটি সেক্টরে সফল নারী উদ্যোক্তাদের।
আন্তর্জাতিক বিউটি প্রফেশনাল মিটআপ-এর উদ্যোক্তা এসএম শাহ পরান পলাশ বলেন, মিটআপটি দেশে বিদেশের বিউটি প্রফেশনাল, বিউটি পণ্য ব্যবসায়ী, পার্লার ও সেলুন ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদে লক্ষ্য অর্জনে অভিজ্ঞতা বৃদ্ধিতে সহযোগী করবে।’
বিউটি প্রফেশনাল ও বিউটি সেক্টর ব্যবসায়ীদের বৃহৎ এই মিটআপ সফল করতে কাজ করেন শামস কঙ্কন, মক্তি রহমান, মিতা চৌধুরী, হ্যাপি জাহান, অঞ্চনা রায়, স্বপ্না সাহা, ময়ূরী সিং, সুমা কুন্ড প্রমূখ।