দেশে নির্বাচনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে : কাদের
- আপডেট সময় : ০১:৩৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
- / ১৯২১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নাশকতা করে নির্বাচন পন্ড করার চেষ্টা করছে বিরোধীরা। বিচ্ছিন্ন বোমাবাজি ও অগ্নিসংযোগ করে নির্বাচনের গণজোয়ার থামানো যাবে না। সকালে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। নির্বাচনে দলের প্রয়োজনেই স্বতন্ত্র প্রার্থীর অনুমতি কৌশলগত সিদ্ধান্ত বলেও জানান ওবায়দুল কাদের।
স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা। শ্রদ্ধা জানানো শেষে আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নৈরাজ্য ও অগ্নিসংযোগ করে নির্বাচনের গণজোয়ার থামানো যাবে না।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন বিএনপি দুষ্কর্মের বন্ধু খুঁজে বেড়ায়। আওয়ামীলীগের নির্বাচনে জিততে বন্ধুর প্রয়োজন নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের কৌশলগত সিদ্ধান্ত বলে দাবি ওবায়দুল কাদেরের।











