দেশে ধর্ষণ-নিপীড়ন বন্ধসহ নয় দফা দাবিতে আজ ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার কথা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
দেশে ধর্ষণ-নিপীড়ন বন্ধসহ নয় দফা দাবিতে আজ ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার কথা রয়েছে।
ঢাকা থেকে রওনা হয়ে লংমার্চটি নারায়ণগঞ্জের চাষাঢ়া ও সোনারগাঁও, কুমিল্লার চান্দিনা ও শহরঘুরে ফেনী গিয়ে পৌঁছায়। সেখান থেকে দাগনভূঞা, নোয়াখালীর চৌমুহনী ও একলাশপুরে যাবে লংমার্চটি। বিকালে নোয়াখালীর মাইজদীতে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শেষ হবে। এই কর্মসূচির আয়োজক বামপন্থী ছাত্র সংগঠনগুলো। ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ শীর্ষক ব্যানারে কর্মসূচি চলছে। দেশে ধর্ষণ-নিপীড়ন বন্ধসহ নয় দফা দাবিতে শুক্রবার সকালে রাজধানী ঢাকার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে। সে সমাবেশ থেকে ধর্ষণবিরোধী একগুচ্ছ কর্মসূচি ঘোষণা দিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ অভিমুখে লংমার্চ শুরু করে। ছয়টি বাস ও একটি পিকআপে প্রায় ৪০০ মানুষ এই লংমার্চে অংশ নিচ্ছেন।


















