দেশে চালের বাজার নিয়ন্ত্রণ করছে মিলাররা : কৃষিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দেশে চালের বাজার নিয়ন্ত্রণ করছে মিলাররা। সকালে দিনাজপুরের নশীপুর বিএডিসিতে– গম ও ভুট্টা প্রযুক্তি মেলার উদ্বোধনকালে এ কথা বলেন কৃষিমন্ত্রী।
তিনি বলেন, মিলারদের কাছ থেকে চালের বাজার নিয়ন্ত্রণে নিতে–বিদেশ থেকে চাল আমদানি করছে সরকার। গেল বছর বোরো ধানের ফলন ভালো হলেও বর্ষায় ক্ষতিগ্রস্থ হয়েছে আমন আবাদ। তিনি আরও বলেন, বর্তমান সরকারের আন্তরিক চেষ্টায় নীলফামারী-রংপুর অঞ্চল থেকে মঙ্গা দূর হয়েছে। সরকার কৃষি বাজার নিয়ন্ত্রণ করতে সব ধরনের চেষ্টা চালাচ্ছে। এর আগে তিনি বেশকিছু ভুট্টা ও গম ক্ষেত পরিদর্শন করেন। এসময় তার সংগে ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, কৃষি সচিব মেসবাহুল হক ও জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।










