দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়নি

- আপডেট সময় : ০১:৩২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়নি। আক্রান্ত ৪৮ জনের মধ্যে আরও চারজন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। এছাড়া এসময়ে নতুন করে কোনো মৃত্যুও নেই।
দুপুর রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এসময় আইইডিসিআরের আরেক পরিচালক ডা.মো. হাবিবুর রহমান দেশব্যপী করোনা আক্রান্ত রোগীদের পরিক্ষা কার্যক্রম তুলে ধরেন। দেশের পরিস্থিতি তুলে ধরে আইইডিসিআর পরিচালক জানান, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হননি। বরং এ পর্যন্ত আক্রান্ত ৪৮ জনের মধ্যে আরও চারজনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। নতুন করে কোনো রোগী মারা যাননি বলেও জানান তিনি। এসময়ে সামাজিকভাবে যেসব এলাকায় সংক্রমন ছড়িয়ে পড়েছে, সীমিত আকারের সেসব এলাকা গভীরভাবে পর্যবেক্ষণ চলছে বলেও উল্লেখ করেন তিনি।