দেশে কোনো বিচারবহির্ভুত হত্যা নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:১৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
দেশে কোনো বিচারবহির্ভুত হত্যা নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। রাজধানীতে সরকারি অতিথি ভবন পদ্মায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেটের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। মন্ত্রী অভিযোগ করেন, মানবাধিকারের শিক্ষা দেয়া দেশে আত্মস্বীকৃত খুনিরা ঘুরে বেড়াচ্ছে। মিশেল ব্যাচলেট বৈঠক করেন আইনমন্ত্রীর সাথেও। ৫ দিনের এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্য মন্ত্রীদের সাথেও তার সাক্ষাতের কথা রয়েছে।
বাংলাদেশের আমন্ত্রনে মানবাধিকার পরিস্থিতি দেখতে রবিবার সকালে ঢাকায় আসেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট।তাকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
ঢাকায় নেমেই ব্যস্ত সময় কাটাচ্ছেন মিশেল ব্যাচলেট। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একে একে বৈঠক করেন,পররাষ্ট্র ও আইনমন্ত্রীর সাথে। আলোচনা করেন বিচারবহির্ভূত হত্যাকান্ড ও রোহিঙ্গা ইস্যু নিয়ে। বৈঠকে বিভিন্ন অভিযোগের ব্যাখ্যা দেন মন্ত্রী।
বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীকে মানবাধিকার ইস্যুতে প্রশিক্ষন দেবার বিষয়ে কথা হয় আইনমন্ত্রীর সাথে। এসময় ডিজিটাল নিরাপত্তা আইন, গণমাধ্যম নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানান, আইনমন্ত্রী।
বিকেলে সচিবালয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও ব্যাচলেট। কথা বলেন মানবাধিকার পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে।মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রেব এবং এর ছয় কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে মিশেলের এ সফরকে গুরুত্ব দিচ্ছে সবাই।