দেশে করোনায় একদিনে আরও ৩৯ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৫:২৩:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দেশে করোনায় একদিনে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৫ জন ও নারী ৪ জন। এ নিয়ে মোট প্রাণ হারিয়েছে ৩ হাজার ৪৩৮ জন । শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৯০৭জন। এ পর্যন্ত দেশে মোট শনাক্তের হয়েছে দুই লাখ ৬০ হাজার ৫০৭ জন।
দুপুরে নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। এ সময় তিনি জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬৭ জন । মোট এক লাখ ৫০ হাজার ৪৩৭ জন সুস্থ হয়েছেন। দেশের ৮৪টি ল্যাবে আগের নমুনাসহ গেল ২৪ ঘন্টায় মোট পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৪৯টি নমুনা। দেশে মোট পরীক্ষা হয়েছে ১২ লাখ ৭৩ হাজার ১৬৮টি নমুনা। গেল ২৪ ঘন্টায় ৮১৫জন সহ মোট আইসোলেশনে আছেন ১৮ হাজার ৯৮১জন। এসময় করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। এছাড়া তিনি সতর্ক করে বলেন, উপসর্গ বা লক্ষণ থাকলে এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে নমুনা পরীক্ষা করতে হবে।