দেশে করোনায় একদিনে আরও ২৯ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৬:৩১:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দেশে করোনায় একদিনে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯৯৭ জনে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ২৮৮ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জন।
দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ সব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬৭৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭২১ জন। নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় ২৯ জন মারা গেছে। এরমধ্যে ২১ জন পুরুষ ও আট জন নারী । ৬৪টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ৮৭১টি। আগের নমুনাসহ মোট পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭২৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে আট লাখ ৩২ হাজার ৭৪টি। বুলেটিনে যে কোনো দুর্যোগে শিশু ও বয়স্করা সবচেয়ে বিপদাপন্ন এবং নিরাপত্তাহীনতায় ভোগে। তাই এ সময় তাদের প্রতি সংবেদনশীল হতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান অধ্যাপক নাসিমা সুলতানা। সবাইকে মানসিকভাবে উজ্জিবিত থাকার আহবান জানানও জানান তিনি।