দেশে করোনায় আরো পাঁচ জন প্রাণ হারিয়েছেন, নতুন করে শনাক্ত ৪১
- আপডেট সময় : ০৭:৩৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
- / ১৬২৩ বার পড়া হয়েছে
দেশে করোনায় আরো পাঁচ জন প্রাণ হারিয়েছেন। এপর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত ৪১ জনসহ দেশে করোনা আক্রান্ত ১শ ৬৪ জন। ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জনের মধ্যে ঢাকায় ২০ জন আর নারায়ণগঞ্জে ১৫ জন। আর মৃত ৫ জনের মধ্যে ২ জন ঢাকায় আর ৩ জন বাইরের। দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। আক্রান্তদের মধ্যে একজন কিশোর রয়েছেন বলেও জানান তিনি। আর বিভাগীয় শহরে আইসোলেশন ও আইসিইউ বেড বাড়ানোর তথ্য জানিয়ে, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেন, এই মহাদুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে।
দেশের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে অনলাইনের এই নিয়মিত ব্রিফিং করে, রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইনস্টিটিউট-আইইডিসিআর।
২৪ ঘন্টায় ৭শ ৯২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর করোনায় নতুন শনাক্ত রোগী এবং মৃতের তথ্য তুলে ধরেন পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জানান, করোনায় আক্রান্তদের চিকিৎসায় বিভাগীয় শহরের হাসপাতালে আইসোলেশন ও আইসিইউ বেড বাড়ানো হয়েছে। তবে করোনা প্রাদুর্ভাব ঠেকাতে, জনগণের সচেতনার ওপরই তাগিদ দেন তিনি।
করোনার সার্বিক পরিস্থিতি সার্বক্ষনিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী বলেও জানান ডা. আবুল কালাম আজাদ।



























