দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দুই শ’ ছাড়ালো

- আপডেট সময় : ০৭:৩৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দুই শ’ ছাড়ালো। ২৪ ঘন্টায় আরো ৭ জন মারা যাওয়ায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২০৬ জন। একই সময়ে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৭০৯ জন। আর এ পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ১৩৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
দেশে ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে সবশেষ তথ্য তুলে ধরেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। মারা যাওয়া সাত জনের মধ্যে পাঁচ জন পুরুষ ও দুই জন নারী। তাদের মধ্যে একজনের বয়স ৯০ বছরের বেশি আর দু’জনের ৭১-৮০ বছরের মধ্যে।
এ পর্যন্ত ৯৯ হাজার ৪৬২টি স্যাম্পল পরীক্ষার কথা জানিয়ে তিনি বলেন, আক্রান্তের সংখ্যা বাড়লেও মোট সুস্থ মানুষের সংখ্যাও বাড়ছে। হটস্পটখ্যাত নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ল্যাব চালু হবার তথ্য জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহ্বান জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।