দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন রোগী শনাক্ত হয়েছে। এরমধ্য দিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।
দুপুরের স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ করোনাভাইরাসের সবশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় নতুন করে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত তিনজনের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। নারীর বয়স ২২ বছর, আর পুরুষদের একজনের বয়স ৬৫ অন্যজনের ৩২ বছর।তিনজন একই পরিবারের সদস্য। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই তিনজনই স্থানীয়ভাবে করোনায় আক্রান্ত হয়েছে। তাদের অন্য কোনো রোগ নেই। সবাই হাসপাতালে চিকিৎসাধীন।