দেশে একনায়কতন্ত্র চলছে : জিএম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
দেশে একনায়কতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। জনগণের টাকায় মেগা প্রকল্পের নামে সরকারের মন্ত্রী-এমপিরা দুর্নীতি করছে বলেও মন্তব্য তার।
দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে ঢাকা মহানগরের উত্তরের উদ্যোগে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। রাজনীতির মাঠে ষড়যন্ত্র থাকবে। তবে, সত্যের বিপক্ষে হলে তা কোনদিনই জয়ী হবে না বলে মনে করেন দলটির চেয়ারম্যান। ৫০ বছরে স্বাধীনতা শব্দের অবমূল্যায়ন হয়েছে। এটা কোন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কাম্য নয় বলে জানান জিএম কাদের।