দেশে উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসব চলছে: রুহুল কবীর রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
দেশের উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
বেলা ১১টার দিকে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। অবৈধ সরকার দিয়ে সুশাসন সম্ভব নয় দাবি করেন তিনি আরো বলেন, সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে নিয়ে বিরোধী দলকে দমন করছে। এদিকে, ঢাকা ১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ সংসদীয় শূণ্য আসনের উপ-নির্বাচনে দলীয় ফরম বিতরণ শুরু করছে বিএনপি। আগামীকাল মনোনয়ন সংগ্রহের শেষ দিন। রোববার মনোনয়ন সংগ্রহকারীদের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।