দেশে আশ্রিত রোহিঙ্গাদের অনেকেই জড়িয়ে পড়ছে মাদক চোরাচালানের সঙ্গে
- আপডেট সময় : ০১:৫১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
দেশে আশ্রিত রোহিঙ্গাদের অনেকেই জড়িয়ে পড়ছে মাদক চোরাচালানের সঙ্গে। গত এক বছরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানেই গ্রেফতার হয়েছে প্রায় ২’শ রোহিঙ্গা নাগরিক। রেব-পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারের সংখ্যা আরো অনেক বেশি। সংশ্লিষ্টদের খুঁজে বের করে অগ্রাধিকারভিত্তিতে তাদের ভাসানচরে পাঠানোর পরামর্শ দিয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা।
গত তিন মার্চ টেকনাফের হাজীমুড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই কেজি নতুন ও ব্যয়বহুল মাদক ক্রিস্টাল আইসসহ একজনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আইন-শৃঙ্খলা বাহিনীর ছোট-বড় এমন অভিযানে প্রায় প্রতিদিনই গ্রেফতার হচ্ছে ক্যাম্প পালানো রোহিঙ্গা নাগরিক। এমন বাস্তবতায় উদ্বিগ্ন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরও।
অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের খুঁজে বের করে ভাসানচরে স্থানান্তর করলে মাদক চোরাচালান অনেকটা কমে আসবে বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। শরনার্থী বিশেষজ্ঞরা বলছেন, অত্যন্ত গোপনে এই উদ্যোগ নিতে হবে। তা না হলে নতুন প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়িত করার অজুহাত হিসেবে নিতে পারে মিয়ানমার। অপরাধের সঙ্গে জড়িয়ে পরা রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আন্তর্জাতিক আইনে আছে বলেও উল্লেখ করেন তারা।























