দেশবিরোধী অপশক্তির ষড়যন্ত্রের ফাঁদ রচনা অব্যাহত আছেঃ ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
দেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশবিরোধী অপশক্তির ষড়যন্ত্রের ফাঁদ রচনা অব্যাহত আছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার দলের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সভায় স্বাগত বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, সামরিক ছাউনিতে গড়ে ওঠা রাজনৈতিক দলের নেতারা গণতন্ত্রের আলখেল্লা গায়ে আজকে গণতন্ত্র রক্ষায় মায়াকান্না করছে। তাদের ছলচাতুরি জনগণের সামনে প্রকাশ হওয়ায় তারা বারবার প্রত্যাখ্যাত হচ্ছে। তারপরও তাদের ষড়যন্ত্র থেমে নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকে দেশের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, এ চক্রান্ত বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করতে হবে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে, পরাজিত করতে হবে; বঙ্গবন্ধুর জন্মদিবসে এটাই হোক আমাদের শপথ।























