দেশপ্রেম, সততা ও আন্তরিকতার সাথে কাজ করে যেতে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যকে আহ্বান

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
দেশপ্রেম, সততা ও আন্তরিকতার সাথে কাজ করে যেতে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে চট্টগ্রামে ‘রাষ্ট্রপতি প্যারেড-২০২১’ এ প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, বংগবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে বাহিনীর সদস্যদের সদাপ্রস্তুত থাকতে হবে। সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা দেশের সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের ‘একমাত্র পেশাগত ব্রত’ বলেও জানান তিনি৷ একইসঙ্গে দেশের সন্তান হিসেবে তাদেরকে সাধারণ মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্নার অংশীদার হতে হবে বলেও জানিয়েছেন তিনি। যেকোনো দুর্যোগ দুর্বিপাকে সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে দাঁড়ায় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।