দেশ হায়েনার কবলে পড়েছে : সুলতান সালাউদ্দিন টুকু

- আপডেট সময় : ০৬:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / ১৭৫১ বার পড়া হয়েছে
দেশ হায়েনার কবলে পড়েছে– এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই বিএনপি তারুণ্যের সমাবেশের ডাক দিয়েছে বলে জানিয়েছেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
সকালে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশকে সামনে রেখে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএনপির তিন সহযোগী সংগঠন- যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আগামীকাল ডাকবাংলা সোনালী ব্যাংক চত্তরে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে সালাউদ্দিন টুকু অভিযোগ করেন, বর্তমান সরকার চাকরি দিতে মেধা-যোগ্যতার বিবেচনা না করে, দলীয় পরিচয় বিবেচনায় চাকরি দিচ্ছে। সব রকমের যোগ্যতা থাকা সত্ত্বেও দেশের অগণিত তরুণ আজ সরকারি চাকরি থেকে বঞ্চিত। তিনি আশা প্রকাশ করেন, নানাভাবে বঞ্চিত তরুণরাই সমাবেশকে সফল করে তুলবেন।