দেশ ও জাতি গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্স এর যথেষ্ট অবদান রয়েছে : সেনাপ্রধান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৬১৯ বার পড়া হয়েছে
সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, দেশ ও জাতি গঠনে সেনাবাহিনী কোর অব ইঞ্জিনিয়ার্স এর যথেষ্ট অবদান রয়েছে। সেনাবাহিনীকে আধুনিকায়নের প্রক্রিয়া চলমান আছে বলেও জানান তিনি।
সকালে নাটোরের দয়ারামপুরের কাদিরাবাদ ক্যান্টনমেন্টে অস্টম কর্নেল কমান্ড অভিষেক এবং বাৎসরিক অধিনায়ক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। পরে, সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট ও সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারসহ ইঞ্জিনিয়ার কোরের সব সামরিক, বেসামরিক ব্যক্তিদের উদ্দেশ্যে দরবার নেন। দরবার শেষে কর্নেল কমান্ড্যান্ট কোয়াটার গার্ড পরিদর্শন করেন এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন।