দুর্বৃত্তদের হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
																
								
							
                                - আপডেট সময় : ১১:৪০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
 - / ১৮৭১ বার পড়া হয়েছে
 
যশোরে দুর্বৃত্তদের হামলায় জিল্লুর রহমান শিমুল নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন।
গতরাত ৮টার দিকে সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের গোবিলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান শিমুল চুড়ামনকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। পুলিশ এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে। স্বজনরা জানান, শিমুল স্থানীয় ইউপি চেয়ারম্যান দাউদ হোসেনের সাথে থাকতো। তার প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার সাথে বিরোধের জের ধরে এ হত্যাকান্ড হতে পারে। স্বজনরা আরো জানান, বাড়ির অদূরেই তার উপর হামলা হয়। তার চিৎকার শুনে আশপাশের বাড়ির মহিলারা বেরিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় সেখান থেকে চিহ্নিত সন্ত্রাসী বুলবুলি ও নাঈমকে ধারালো অস্ত্র হাতে নিয়ে যেতে দেখেন তারা। পরে শিমুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
																			
																		
















