দুর্নীতি, অনিয়ম আর হয়রানির অপর নাম ‘রাজউক’

- আপডেট সময় : ০৬:৫৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
দুর্নীতি, অনিয়ম আর হয়রানি মূলত এ তিনটি শব্দই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউকের প্রধান পরিচয়। ভুক্তভোগীদের অভিযোগ, নকশা অনুমোদন প্লট বরাদ্দ ও হস্তান্তরসহ কোন সেবাই পাওয়া যায় না ঘুষ ছাড়া। তবে এনিয়ে একাধিকবার বিভিন্ন গণমাধ্যমের খবর প্রচার হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। তবে রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী বলছেন, প্রমান পেলে ব্যবস্থা নেবেন।
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহের উন্নয়নে ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়“ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট”-ডিআইটি।পরবর্তীতে ১৯৮৭ সালে “রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ” বা রাজউক হিসেবে পরিবর্তিত হয় সংস্থাটি।
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় রাজধানী ঢাকার পরিকল্পনা, উন্নয়ন নিয়ন্ত্রণ ও উন্নয়নে কাজ করার কথা রাজউকের। কিন্তু এই প্রতিষ্ঠানটি থেকে কোন ধরনের নাগরিক সেবাই পাচ্ছে না ঢাকাবাসী।
তাদের অভিযোগ, টাকা দিলেও রাজউক কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরতে হয় মাসের পর মাস। তবে এসব অসাধু কর্মকর্তাদের অনিয়মের বিষয় ক্যামেরার সামনে মুখ খুলতে ভয় পায় অনেকে।
তবে এসব অনিয়মের বিষয় রাজউক চেয়ারম্যান জানান, অভিযোগ পেলে নেয়া হবে ব্যবস্থা। সেবার বদলে রাজউকের অসাধু কর্মকর্তাদের হয়রানি থেকে মুক্তি চায় নগরবাসী।