দুদকে পেট্রোবাংলার মধ্যরাতে পদোন্নতি ঘটনায় দুই শীর্ষ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
পেট্রোবাংলার বিতর্কিত পরিচালক আইয়ুব খান চৌধুরীর দুই ছেলেসহ ৬৩ কর্মকর্তাকে মধ্যরাতে পদোন্নতির বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের আরো দুই শীর্ষ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
মধ্যরাতে বোর্ড বসিয়ে পদোন্নতির বিষয়ে এসএটিভির অনুসন্ধানী প্রতিবেদনের পর তদন্ত শুরু করে দুদক। এরই অংশ হিসেবে গেল তিনদিন ধরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ চলছে। দুদকের সমন পেয়ে আজো হাজিরা দেন প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক ফিরোজ খান ও উপ মহাব্যবস্থাপক লুৎফুল করিম চৌধুরী। টানা ৫ ঘন্টা তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। চারজন কর্মকর্তার জবানবন্দী পরীক্ষা নিরীক্ষার পর বিতর্কিত এই পদোন্নতি ও এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন দু’দকের কর্মকর্তারা।