দুদক কর্মকর্তা মো. শরীফ উদ্দিনকে আইন মেনে অপসারণ করা হয়েছে : দুদক সচিব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২১:২০ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৬১ বার পড়া হয়েছে
চাকরিচ্যুত দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা মো. শরীফ উদ্দিনকে নিয়ে গণমাধ্যমে একতরফা সংবাদ প্রকাশ করা হচ্ছে বলে দাবি করেছেন সংস্থাটির সচিব মাহবুব হোসেন। সেই সঙ্গে তিনি জানান, আইন মেনে তাকে অপসারণ হয়েছে।
শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার আদেশ জারির পর থেকেই বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় চলছে আলোচনা সমালোচনা। যা দুদকের ভাবমূর্তি নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে গণমাধ্যমের মুখোমুখি হন দুদক সচিব। বলেন মূলত একতরফা তথ্যের ভিত্তিতেই এই সংবাদ প্রচারিত হচ্ছে, যা প্রকৃত ঘটনার বিপরীত।অভিযোগ প্রমাণিত হওয়ায় আগেই কেন শরীফকে চাকরিচ্যুত করা হলো দুদক সচিব এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি।










