দুটি বন্দুকযুদ্ধে তিনজন নিহতের ঘটনায় সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে

- আপডেট সময় : ০৩:১৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৯২ বার পড়া হয়েছে
দুটি বন্দুকযুদ্ধে তিনজন নিহতের ঘটনায় কুমিল্লার মানবাধিকারকর্মী, রাজনৈতিক নেতা, মামলার বাদী ও সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে। তাঁরা বলছেন, আসামিরা বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় কাউন্সিলর হত্যাকাণ্ডের নেপথ্যে কারা, সেটি আড়ালেই থেকে যাচ্ছে। কে এই হত্যাকাণ্ডের ইন্ধনদাতা, কারা এর পেছনে আছে, সেটি জানা যাচ্ছে না।
কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য মো. সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহা হত্যা মামলার আরেক আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
গত বুধবার মধ্যরাতে কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধসংলগ্ন চানপুর এলাকায় হত্যা মামলার প্রধান আসামি নগরের সুজানগর বউবাজার এলাকার বাসিন্দা শাহ আলম পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এর আগে সোমবার রাত সাড়ে ১২টার পর গোমতী নদীর বেড়িবাঁধসংলগ্ন সংরাইশ বালুমহাল এলাকায় একই মামলার আরও দুই আসামি সাব্বির হোসেন ও সাজন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। ৪৮ ঘন্টার ব্যবধানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিনজন নিহতের ঘটনায় কুমিল্লার সর্বত্রই নানামুখি প্রশ্নের জন্ম দিয়েছে।
গত ২২ নভেম্বর বিকেলে কুমিল্লা নগরের পাথুরিয়াপাড়া থ্রি স্টার এন্টারপ্রাইজ ব্যবসাপ্রতিষ্ঠানে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যা করা হয়। এ সময় আরও পাঁচজন গুলিবিদ্ধ হন।