দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন চট্টগ্রামে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন চট্টগ্রামে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল। ২৬ নভেম্বর থেকে প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল।
এরই মধ্যে চট্টগ্রাম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল। একই কারণে নেই তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তবে, ইনজুরিতে পরা সাকিব আল হাসানকে রাখা হয়েছে দলে। টাইগার একাদশে প্রথমবারের মতো ডাক পেয়েছেন যুব বিশ্বকাপ জেতা তরুণ টপ অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয় ও পেসার রেজাউর রহমান রাজা। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করায় দলে জায়গা হয়েছে এই দুই ক্রিকেটারদের। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দীর্ঘ ছয় বছর পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ হচ্ছে টাইগারদের।