দুই বাহিনীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটবে না : সেনা প্রধান

- আপডেট সময় : ০৬:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে সেনাবাহিনী। এ নিয়ে দুই বাহিনীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটবে না বলে মন্তব্য করেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ।
াশাপাশি তদন্ত কমিটির রিপোর্টকেও শ্রদ্ধা জানাবে সেনাবাহিনী। এমন মন্তব্যের সাথে একমত পোষন করে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এ বাহিনীর কেউ অপরাধ করলে তার যথাযথ শাস্তি হবে।
বুধবার দুপুরে কক্সবাজারের কলাতলীতে সেনাবাহিনীর রেষ্ট হাউজে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা ।
এর আগে টেকনাফের বাহারছড়ায় শাপলাপুর চেকপোষ্টে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করে সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। বুধবার দুপুরে কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন তিনি। কক্সবাজারের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তামান্না ফারাহ অভিযোগ পাওয়ার সাথে সাথে বাদীনীর বক্তব্য শুনে পরে বিষয়টি আমলে নিয়ে মামলাটি এজাহার হিসেবে গ্রহনের নির্দেশ দেন । পাশাপাশি মামলার তদন্ত করে রেব সাত কর্মদিবসের মধ্যে আদালতে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয় আদালত।