দিল্লীর চেয়েও ঢাকার দূষণ অবস্থা বেশি নাজুক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
- / ১৬১৮ বার পড়া হয়েছে
দিল্লীর চেয়েও ঢাকার দূষণ অবস্থা বেশি নাজুক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
দুপুরে জাতীয় প্রেসক্লাবে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এক কথা বলেন। জলবায়ু রক্ষায় পরিবেশ নিয়ে গণমাধ্যমকর্মীদের কাজ করার আহ্বানও জানান তিনি। দেশে অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা বেড়ে এক ধরনের অসম প্রতিযোগিতা চলছে বলেও জানান শাহরিয়ার আলম।এছাড়া গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে একটা মানদন্ডে নেয়ার আহবান জানান তিনি। সরকার কোন বিষয়ে হস্তক্ষেপ না করায় সারা দেশে সমানভাবে উন্নয়ন কর্মকান্ড চলছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া সৈয়দপুরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে গড়ে তোলার কথা জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।






















