দিল্লিতে নির্ভয়ার সংঘবদ্ধ ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া চার আসামির ফাঁসি কার্যকর

- আপডেট সময় : ১০:৪৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
ভারতের দিল্লিতে নির্ভয়ার সংঘবদ্ধ ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া চার আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।
শুক্রবার দিল্লির তিহার জেলে চার আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। চার আসামি হলেন- অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্তা ও মুকেশ সিং। ২০১৩ সালে দেশটির দ্রুত বিচার আদালত এই চারজনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এই মামলায় মোট অপরাধী ছয়জন। বিচার চলাকালে তিহার জেলেই আত্মহত্যা করে অপর অপরাধী রামসিংহ। নাবালক হওয়ায়, তিন বছর হোমে থাকার কারণে সাজার মেয়াদ শেষ হওয়ায় ২০১৫ সালে মুক্তি পান এক অভিযুক্ত। মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে ২৩ বছরের তরুণী নির্ভয়া তার বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন দক্ষিণ দিল্লিতে। ফেরার পথে তারা বাসের জন্য দাঁড়িয়েছিলেন। এ সময় একটি ফাঁকা বাসে তাদের তুলে নেয়া হয়। বাসে ছিল ছয়জন ব্যক্তি। এরপর তারা ওই তরুণীকে ধর্ষণ ও লোহার রড দিয়ে নির্যাতন করে কয়েক ঘণ্টা ধরে। এরপর তাকে রাস্তায় ছুড়ে ফেলে দেয়। তার সঙ্গীও আহত হন। ২৯ ডিসেম্বর মৃত্যু হয় ওই তরুণীর।