দিনাজপুরের ফুলবাড়ীতে এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে হাছেন বাবু নামে এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গেলরাতে রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বলিভদ্রপুর মাঠের ধান ক্ষেতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাবু উপজেলার বেতদিঘী ইউনিয়নের সৈয়দপুর দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে, বলিভদ্রপুর ধানক্ষেত থেকে হাছেন বাবু নামে এক ভ্যানচালকের গলাকাটা মরদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।