দিনাজপুরের কোরবানির পশুর হাট সরগরম

- আপডেট সময় : ০৬:২৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
কোরবানি ঈদকে সামনে রেখে দিনাজপুরে পশুর হাটে বেড়েছে বেচাকেনা। খামারীরা বলছেন, গতবারের তুলনায় এবারে কোরবানীর পশুর দাম অনেক কম। হাটে চাহিদা বেশি ছোট ও মাঝারী গরুর। এদিকে, নকল টাকা সনাক্তকরণে থাকছে বিশেষ ব্যবস্থা। গরুর স্বাস্থ্য পরীক্ষায় প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে থাকছে ভেটেনারির একাধিক টিম।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে বসছে কোরবানির পশুর হাট।ক্রেতারা কিনছেন তাদের পছন্দের পশু। এবার হাটে ছোট-মাঝারী গরুর দাম ও বিক্রি দু’টোই বেশি। খামারীরা বলছেন গতবারের তুলনায় এবারে কোরবানীর পশুর দাম অনেক কম।
তবে ক্রেতারা বলছেন, বাজারে প্রচুর পরিমাণ গরু উঠলেও দামে কমতি নেই। তাই স্বল্প বাজেটের মধ্যেই কোরবানির পশু খুঁজছেন তারা ।
এদিকে, পশুর স্বাস্থ্য পরীক্ষায় প্রতিটি হাটে থাকছে ভেটেনারি টিম।থাকছে নকল টাকা চিহ্নত করণের ব্যবস্থা।
জেলায় এ বছর এক লাখের বেশি বিভিন্ন প্রজাতির পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে।