দিনাজপুরে বেড়েছে সরিষার আবাদ
- আপডেট সময় : ০৭:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
সরকারি প্রণোদনা ও কৃষকদের উদ্বুদ্ধ করায় দিনাজপুরে বেড়েছে সরিষার আবাদ। এর ফলে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। গেল বছরের চেয়ে অনেক বেড়ে এবার রবি মৌসুমে সরিষার আবাদ হয়েছে প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে। এসব তথ্য জানিয়েছে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মনমুগ্ধকর সরিষার হলুদ ফুলের মনকাড়া দৃষ্টিতে ভরপুর দিনাজপুরের ১৩ উপজেলা। দিগন্ত বিস্তৃত মাঠে সরিষা ফুলের বাহারি সতেজতা সকালের শিশিরে সতত শাশ্বত। কৃষক ব্যস্ত ক্ষেত পরিচর্যায়। গেল বছর আশানুরূপ দাম পাওয়ায় এবার বেড়েছে সরিষার আবাদ।
প্রতিটি উপজেলা থেকে প্রণোদনা হিসেবে সরবরাহ করা হয়েছে উন্নত জাতের বীজ ও স্যার। একটিমাত্র সেচেই টগবগে হয়ে উঠছে সর্ষের দানা।
কৃষি সম্প্রসারণ অফিসার ও মাঠকর্মীরা কৃষকদের বিভিন্নভাবে প্রণোদনা দেয়াসহ আগ্রহ বাড়াতে কাজ করার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা।
এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানালেন, গেল বারের তুলনায় ২২ শতাংশ জমিতে সরিষার আবাদ বেশি হয়েছে। এতে করে কমবে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা।
জেলায় এবার ২২ হাজার মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।





















