দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় পতাকা উত্তোলন দিবস।
দিনাজপুর ১৪ ই ডিসেম্বর পাক হানাদার মুক্ত হলে মহান বিজয়ের দু’দিন পর ১৯৭১ সালের এই দিনে দিনাজপুর বড় ময়দানে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন মুক্তিযুদ্ধকালীন পশ্চিমাঞ্চলীয় জোনের চেয়ারম্যান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত এম আবদুর রহিম। সেদিন মিত্রবাহিনীর এই অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার ফরিদ ভাট্টি ও কর্নেল শমসের সিংয়ের নেতৃত্বে একটি চৌকস দল এম আবদুর রহিমকে গার্ড অব অনার প্রদান করে। দিবসটি উপলক্ষে দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন এম আব্দুর রহিমের ছেলে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।