দিনাজপুরে জনপ্রিয় হয়ে উঠছে গরুর প্রজননের কৃত্রিম পদ্ধতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
দিনাজপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কৃত্রিম পদ্ধতিতে গরুর প্রজনন। এতে করে জেলায় দুধের ঘাটতি পূরন হবে বলে আশা করছে প্রাণিসম্পদ বিভাগ। এ নিয়ে প্রচারণা চালাচ্ছে তারা। এই পদ্ধতির স্মার্ট ডিভাইস উদ্ভাবন করেছেন বলে জানান, জেলা প্রাণিসম্পদ বিভাগের এক টেকনিশিয়ান।
দিনাজপুরে ডিম ও মাংস উদ্বৃত্ত হলেও ঘাটতি রয়েছে দুধ উৎপাদনে। ঘাটতি পূরণে কৃত্রিম প্রজনন পদ্ধতির মাধ্যমে উন্নত জাতের গরুর বিকল্প নেই বলে মনে করেন প্রাণি বিজ্ঞানীরা।এই পদ্ধতিকে জনপ্রিয় করতে প্রান্তিক পর্যায়ে প্রচারনা চালাচ্ছে উপজেলা প্রানিসম্পদ বিভাগ। এর সুফল পাচ্ছে কৃষক।
এদিকে, এই পদ্ধতির স্মার্ট ডিভাইস উদ্ভাবনের দাবি করেন, জেলা প্রাণিসম্পদ বিভাগের এক টেকনিশিয়ান।মুজিব শতবর্ষে এলডিডিপি প্রকল্পে ‘স্বেত বিপ্লব’ হাতে নিয়েছে সরকার। এরিমধ্যে আশাতীত সফলতা পেয়েছে বলে জানান, তারা।