দিনাজপুরে চালের দাম বস্তা প্রতি বেড়েছে ২০০ টাকা

- আপডেট সময় : ০৮:০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
দিনাজপুরে চালের বাজার গেল কয়েকদিনের মানভেদে চিকন চাল বস্তা প্রতি বেড়েছে ২০০ টাকা পর্যন্ত। একই হারে মোটা চালেরও দাম বেড়েছে এ সময়ে। সরবরাহ বাড়লে দাম কমে অর্থনীতির এমন সূত্রকে হার মানিয়ে বেড়েই চলেছে দাম বাড়ানোর গতি।
দিনাজপুর বাহাদুর বাজারে আজ প্রতি বস্তা বিআর-২৮ চাল বস্তাপ্রতি ১৫০ টাকা থেকে ২০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৭৫০ টাকা থেকে ২৮০০ টাকা পর্যন্ত। মিনিকেট চাল বস্তাপ্রতি ২০০ টাকা বেড়ে মানভেদে বিক্রি হচ্ছে ২৮৫০ টাকা থেকে ২৯০০ টাকা পর্যন্ত। এদিকে, মোটাচালের আবাদ কমে যাওয়ায় দাম না কমে বস্তাপ্রতি ২০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২১০০ টাকা থেকে ২২০০ টাকা পর্যন্ত। এদিকে, চালের বাজার না কমায় বেশ বিপাকে দিন আনে দিন খায় শ্রমজীবী মানুষরা। আড়ৎদাররা বলছে মিল মালিকরা চালের দাম বাড়িয়ে দেওয়ায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের।মিল মালিকরা বলছে বাজারে ধানের দাম বাড়ায় বেড়েছে চালের দাম।