দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও তার বাবার ওপর সন্ত্রাসী হামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও তার বাবার ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম জানিয়েছেন, বুধবার দিবাগত রাতে ৩টার দিকে ওই ইউএনওর ওয়াহিদা খানমের ঘরে ঢুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে দুস্কৃতকারী। তার বাবার নাম ওমর আলী। নওগাঁ থেকে মাঝে মাঝে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন বীর মুক্তিযোদ্ধা বাবা। ওয়াহিদা খানমের স্বামী মেজবাহুল হোসেন রংপুরের পীরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত। মূলত উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা, ধারণা জেলা প্রশাসকের।