দিন যতো গড়াচ্ছে, সড়ক-মহাসড়ক ততই স্বাভাবিক হতে শুরু করেছে

- আপডেট সময় : ০৮:৪৯:২১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
- / ১৬১০ বার পড়া হয়েছে
দিন যতো গড়াচ্ছে, সড়ক-মহাসড়ক ততই স্বাভাবিক হতে শুরু করেছে। যাত্রীবাহী বাস ছাড়া সড়কে এখন সবধরনের যানবাহনই চলছে। সরকার অঘোষিত লকডাউন শিথিল করার পরই সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। যদিও দেশে দিন দিন করোনা সংক্রমণের হার বেড়েই চলছে। এতে করে পরিস্থিতি আরো ভয়াবহতার দিকে যেতে পারে বলে মনে করছেন অনেকেই।
দেশে বতর্মানে ১১ হাজার ৭শ ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমাঝে, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী ঢাকা। শুধু মহানগরীতেই আক্রান্ত প্রায় সাড়ে ৫ হাজার। এমন পরিস্থিতিতে শিথিল করা হলো অঘোষিত লকডাউন। ফলে রাস্তায় যানবাহনের চাপ বাড়ছে।
গণপরিবহন ছাড়া সবধরনের যানবাহনের চলাচল বাড়ায় রাজধানীর অনেক জায়গায়ই মৃদু যানজট হয়েছে। শারীরিক দূরত্বও মানছে না অনেকে।
নগরবাসী বলছেন, অনেকটা বাধ্য হয়েই করোনার ঝুঁকিতেও জীবিকার জন্য রাস্তায় বের হয়েছেন তারা।
চেকপোষ্ট ও সিগনালে দায়িত্ব পালনে শিথিলতা দেখা দিয়েছে পুলিশদের মধ্যে। ডিলেঢালা ভাবেই দ্বায়িত্ব পালন করছেন তারা।
ঢাকায় যত মানুষের আনাগোনা বাড়ছে, ততটাই ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।