দালাল ছাড়া পাসপোর্ট করতে চাইলেই ভোগান্তির শিকার হচ্ছে সুনামগঞ্জবাসী

- আপডেট সময় : ০৭:৩০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
- / ১৬২৫ বার পড়া হয়েছে
দালাল ছাড়া পাসপোর্ট করতে চাইলেই ভোগান্তির শিকার হচ্ছে সুনামগঞ্জবাসী। এমআরপি ও ই-পাসপোর্টের নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা দিয়েও সময়মতো ডেলিভারি না পাওয়ার অভিযোগ উঠেছে। প্রশাসনের উদাসীনতা, অব্যবস্থাপনা ও দালালের দৌড়াত্ব দুর করে নির্ধারিত সময়ে পাসপোর্ট দেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
সুনামগঞ্জ আঞ্চলিক অফিস থেকে পাসপোর্ট পেতে চরম ভোগান্তির অভিযোগ উঠেছে। নির্ধারিত ফি জমা দিয়েও সঠিক সময়ে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না। কর্তৃপক্ষের উদাসীনতা, অব্যবস্থাপনা আর দালালের কারণেই এ সমস্যার সৃষ্টি হচ্ছে বলে মনে করেন ভুক্তভোগীরা।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পাসপোর্টের আবেদন গ্রহন করার কথা। কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও জমা দিতে না পারার অভিযোগ করছেন পাসপোর্ট প্রত্যাশিরা। আর্জেন্ট ফি জমা দেয়ার তিন-চার মাস পরও মিলছে না মেশিন রিডেবল পাসপোর্ট। দ্রুত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান, এই কর্মকর্তা। হয়রানিমুক্ত পরিবেশে পাসপোর্ট পেতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে জেলাবাসী।