দাপট দেখানো ভারতকে মাটিতে নামিয়ে আনলো নিউজিল্যান্ড

- আপডেট সময় : ১০:২৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি সিরিজে দাপট দেখানো ভারতকে মাটিতে নামিয়ে আনলো নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোহলিদের হোয়াইটওয়াশ করেছে কিউইরা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
সফরকারীদের দেয়া ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭ বল হাতে রেখে জয় পায় নিউজিল্যান্ড। দুই ওপেনার মারটিন গাপটিল ও হেনরি নিকোলসের ব্যাটে উড়ন্ত সূচনা পায় কেন উইলিয়ামসনের দল। তাদের ১০৬ রানের জুটি ভাঙে গাপটিলের ৬৬ রানের বিদায়ে। আরেক ওপেনার হেনরি নিকোলস করেন সর্বোচ্চ ৮০ রান। মাঝে কেন উইলিয়ামসন ও রস টেইলর দ্রুত ফিরলেও, ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন টম লাথাম ও কলিং ডি গ্রান্ডহোম। ৩২ রানে লাথাম ও গ্রান্ডহোম অপরাজিত থাকেন ৫৮ রানে। তার আগে, মাউন্ড মঙ্গানুইতে টস হেরে ব্যাট করতে নেমে লুকেশ রাহুলের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৯৭ রানের পূঁজি পায় ভারত। ১১২ রান আসে রাহুলের ব্যাট থেকে। এছাড়া ৬২ রান করেন শ্রেয়াস আইয়ার।