দাদার পিছু নিয়ে বের হওয়া শিশুটি ভাসছিল ডোবার পানিতে

- আপডেট সময় : ০৭:৫২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
সকাল বেলা বাড়ির পাশের একটি মাঠে গরু বাঁধতে যাচ্ছিলেন তজিবর রহমান। এ সময় দেড় বছর বয়সী নাতি আবু তালহা পিছু নিয়েছিল। বিষয়টি বুঝতে পারেননি তজিবর। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে শিশুটিকে না পেয়ে খুঁজতে শুরু করেন দাদাসহ পরিবারের সদস্যরা। একপর্যায়ে তাঁরা শিশুটিকে বাড়ির পাশের ডোবার পানিতে ভাসতে দেখেন। সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসাপতালে নিয়ে গেলে শিশু তালহাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর এলাকায় আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। আবু তালহা ওই এলাকার আবদুস সামাদ ও শান্ত আক্তার দম্পতির একমাত্র ছেলে। এর প্রায় আড়াই বছর আগে ওই দম্পতির ১৯ দিন বয়সী একটি মেয়ে জন্ডিসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল বলে জানা যায়।
মারা যাওয়া শিশুর পরিবারের সদস্যদের বরাত দিয়ে ধাক্কামারা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম বলেন, দিনের বেশির ভাগ সময়ই দাদার সঙ্গেই সময় কাটাত শিশুটি। একমাত্র শিশুকে হারিয়ে পরিবারটি পাগলপ্রায়। গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
তথ্যসুত্র- প্রথম আলো