দশ শর্তে মৌলভীবাজারে হোটেল-রেস্টুরেন্ট ও ইফতার সামগ্রীর দোকান খোলার অনুমতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই দশ শর্তে মৌলভীবাজারে হোটেল-রেস্টুরেন্ট ও ইফতার সামগ্রীর দোকান খোলার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।
শনিবার ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসকের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক নাজিয়া শিরিন ফেসবুক স্ট্যাটাসে জানান, জেলা প্রশাসনের কাছে ব্যবসায়ীদের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সধারী হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সীমিত আকারে ইফতার বিক্রয়ের অনুমতি দেয়া হচ্ছে। এজন্য জেলা প্রশাসনের ব্যবসা-বাণিজ্য শাখায় আজ দুপুর ২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এদিকে, এ পর্যন্ত মৌলভীবাজার জেলায় ১২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।