দলের ভেতরে বিতর্কিতদের আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
- / ১৬০৩ বার পড়া হয়েছে
কোন অবস্থাতেই দলের ভেতরে বিতর্কিতদের আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিকেলে সরকারি বাসভবনে গণমাধ্যমের উদ্দেশ্যে ব্রিফিংকালে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে দেশের ৮টি সাংগঠনিক বিভাগের জন্য কেন্দ্রীয় নির্বাহী সদস্যদের নিয়ে সমন্বয় টিম গঠনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী। সভায় সাংগঠনিক কমিটি গঠনের ক্ষেত্রে দুর্দিনের ত্যাগী পরীক্ষিত ও নিবেদিত নেতাকর্মীরা যাতে বাদ না পড়ে, সেদিকে সকলকে লক্ষ্য রাখার নির্দেশনার কথাও জানান ওবায়দুল কাদের।





















