দলের বাইরে যারা নির্বাচন করছে তারাই বিদ্রোহী প্রার্থী : কৃষিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১২:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
- / ১৭৯৭ বার পড়া হয়েছে
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দলের বাইরে যারা নির্বাচন করছে তারাই বিদ্রোহী প্রার্থী। দলের কোন কর্মীর নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বলেন, যারা দলের আদর্শ মানে তাদের নৌকার পক্ষে কাজ করতে হবে।
দলীয় প্রতীকের বাইরে যারা নির্বাচন করবে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে এমন প্রশ্নে তিনি বলেন, বাস্তবতার নিরিখে রাজনৈতিক কৌশলে অনেক কিছু করতে হয়। তিনি আরও বলেন, নৌকা বাদ দিয়ে আওয়ামী লীগের একজন কর্মী অন্য প্রার্থীর পক্ষে কাজ করবে এমন নির্দেশ প্রধানমন্ত্রী দেননি।