দলগত অনুশীলনে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৬:০২ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
একদিন বিরতি কাটিয়ে আজ আবারো দলগত অনুশীলনে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।
যোগ দিয়েছেন প্রস্তুতি ম্যাচ খেলা ৩ ক্রিকেটারও।
রোববার সাকিব আল হাসান একক অনুশীলন করেছিলেন। আজ দলগত অনুশীলনেও ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। রোববার সাকিবের সঙ্গী হয়ে অনুশীলনে গিয়েও ফিটনেসের কারণে বোলিং করতে পারেননি তাসকিন আহমেদ। আজ সেন্টার উইকেটে বল করেছেন ঢাকা এক্সপ্রেস। একদিকে নেটে মুশফিক, লিটনরা যেমন ব্যাটিং করছেন, অন্যদিকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন বোলাররা। দল বড় হওয়ায় একই সাথে ফিল্ডিংও করছেন অনেকে। এদিকে, তিন দিনের ম্যাচ খেলে আজ বিশ্রামে কাটিয়েছেন প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ দল। বুধবার শুরু হবে প্রথম টেস্ট।