দর্শনা স্থল বন্দরের কার্যক্রম পরিদর্শন করলেন হাইকমিশনার মুহাম্মদ ইমরান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার দর্শনা স্থল বন্দরের কার্যক্রম পরিদর্শন করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার মুহাম্মদ ইমরান।
ভারতে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার মুহাম্মদ ইমরান বলেন, স্থলবন্দরগুলো কি অবস্থায় আছে সেগুলো পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। দুই দেশের সর্বোচ্চ পর্যায়ে ভাল সম্পর্ক রয়েছে। এখানকার ব্যবসায়ী যারা স্থল বন্দর বাস্তবায়ন করতে চায় তাদের কথা আমি শুনেছি। সমন্বিতভাবে প্রতিবেদন তৈরি করে উভয় দেশের সরকারের সাথে বসার কথাও বলেন।