দরিদ্র ও মেধাবী কিশোরীদের বাই-সাইকেল উপহার দিয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন

- আপডেট সময় : ০২:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
মুজিববর্ষ উপলক্ষ্যে দরিদ্র ও মেধাবী কিশোরীদের বাই-সাইকেল উপহার দিয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে এই প্রকল্প চালু করা হয়। সম্প্রতি এ ব্যাপারে অনুষ্ঠিত জুম মিটিংয়ে অংশ নেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এই কিশোরীরা এখন উঠোন বৈঠকে যৌতুক, বাল্যবিয়ে ও স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলছে।
মুজিববর্ষ উপলক্ষ্যে দরিদ্র ও মেধাবী কিশোরীদের বাই সাইকেল উপহার দিয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এলজিএসপি প্রকল্পের টাকা থেকে প্রত্যেক ইউনিয়নের ৪০ জনকে দেয়া হয়। ১৭২০ জন কিশোরীকে এখন বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে এই প্রকল্প চালু করে জেলা প্রশাসন। এখন উঠোন বৈঠকের মাধ্যমে বাল্যবিয়ের কুফল এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ দিচ্ছে তারা। কিশোরীদের মধ্যে বেড়েছে আত্মবিশ্বাস। নিজেরাই এখন বাল্যবিয়ে প্রতিরোধ করছে।
সম্প্রতি এ বিষয়ে অনুষ্ঠিত জুম বৈঠকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। স্থানীয় অভিভাবক, সচেতন নাগরিকসহ সবাই খুশি এই উদ্যোগে।
প্রকল্পের পরিকল্পনাকারী জেলা প্রশাসক জানান, সব কর্মসূচি ফেসবুক লাইভ, লোকাল সিটি ক্যাবলের মাধ্যমে টেলিভিশনে প্রচার করা হচ্ছে। এই কিশোরীদের ‘কন্যারত্ন’ ঘোষণা করা হয়েছে। জেলার অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখবে তারা।