দখল দূষণে ফেনীর দাদনা খাল এখন স্থানীয়দের জন্য অভিশাপ
- আপডেট সময় : ০৩:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৩ বার পড়া হয়েছে
ফেনীর দাগনভূঁঞার দাদনা খাল এখন দখলদারদের পেটে। চাষাবাদের জন্য কৃষকের কাছে গুরুত্বপূর্ণ এই খালের পানিতে চলতো ৩০ গ্রামের মানুষ বোরোর আবাদ। দখল দুষণে খালটি এখন স্থানীয়দের জন্য অভিশাপে পরিণত হয়েছে।
দীর্ঘদিনের দখল ও অব্যবস্থাপনায় দাগনভূঞা উপজেলার দাদনা খাল যেন মৃতপ্রায় জলপথ। একসময় এই খালই ছিল এ অঞ্চলের প্রাণ। কিন্তু বর্তমানে তা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে, আর তার প্রভাব ভয়াবহভাবে পড়ছে পুরো অঞ্চলের মানুষের ওপর।
খালের পানি দিয়ে কৃষকরা চাষাবাদ করতেন। কিন্তু বর্তমানে খালটির পানি মানুষের দ্বারা সৃষ্ট সমস্যায় প্রবাহের স্বাভাবিক গতি হারিয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন দাদনা খালের আশপাশের প্রায় ৩০ গ্রাম ও পৌরসভার মানুষ।দাগনভূঞা অঞ্চলে বিস্তৃত দাদনা খালের ১৯ কিলোমিটার এলাকায় স্থানীয় প্রভাবশালী, রাজনৈতিক দলের নেতাকর্মীদের পেটে চলে গেছে বলে অভিযোগ রয়েছে।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দাদনা খালটা দাগনভূইয়া বাসীর জন্য এটি বড় সমস্যা। এটার কারনে জলাবদ্ধতা তৈরি হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে খালটি দখলমুক্ত করে খনন ও সংস্কার না করলে আগামী বর্ষায় পরিস্থিতি হবে আরও ভয়াবহ।




















