দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১০ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওই বিমানের দুই পাইলটও রয়েছে ।
রাজ্যের গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। সাউথ সুদান সুপ্রিম এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার রাতে পিয়েরে থেকে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয়। রাজধানী জুবা থেকে পিয়েরেতে ফ্লাই করার পর পুনরায় জুবাতে ফিরে আসার সময় বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে ওই সময় বিমানে ২৪ জন আরোহী ছিল।