দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে আঞ্চলিক সহায়তা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের তাগিদ প্রধানমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দক্ষিণ এশিয়ার সার্বিক উন্নয়নের জন্য এ অঞ্চলের দেশগুলোর মাঝে আঞ্চলিক সহায়তা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে প্রধানমন্ত্রীর বাসভবন- গণভবনে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাক্ষাত করতে এলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস-সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা উল্লেখ করেন। পরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন কোরিয়ার রাষ্ট্রদূত লী জাং-কুয়েন। প্রধানমন্ত্রী এসময় বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সরকার বিদেশী উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ-বান্ধব পরিবেশ নিশ্চিত করেছে। এরপর সুইডেনের রাষ্ট্রদূত নাথালি কার্ডের সৌজন্য সাক্ষাতকালে সুইডিশ বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



















